পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ নতুন স্পিনিং ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি উচ্চ মানের স্পুন পলেইস্টার সুইং থ্রেড উৎপাদন করতে ২৬ হাজার স্পিনডিল স্পিনিং ইউনিট স্থাপন করবে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১৮০ কোটি টাকা ব্যয়ে নতুন স্পিনিং ইউনিট খুলবে।
নতুন ইউনিটটিতে প্রত্যেকদিন গড়ে ১৫ মেট্রিক টন র সুইং থ্রেড উৎপাদনে সক্ষম হবে। যা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৭৫ শতাংশ কাচাঁমালের চাহিদা পূরণ করবে।