ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর মধ্যে ১৫ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ১৭ জনকে দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট এক লাখ ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে এক লাখ ৭০৯ জন বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ১৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ১১২ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২২৩টি ঘটনা পর্যালোচনা করে ১৪১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ