নতুন পাঁচটি পণ্য নিয়ে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। বুধবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পণ্যগুলো হলো:- ক্রস টি, মেইন টি, ওয়াল এঙ্গেল, অ্যালুমিনিয়ামের সেলিং রানার, ইউপিভিসি সেলিং।
নতুন এ প্রজেক্টে প্রায় ২৭ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। যার মাধ্যমে বছরে আয় হবে প্রায় ২৫ কোটি টাকা।
৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬২ পয়সা।
অপরদিকে,৯ মাসে (জুলাই,২১-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৬৪ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৮ টাকা ৭৮ পয়সা।