নির্বাচন কমিশন (ইসি) সোমবার ২০১৮ সালের নির্বাচনের পরে সারাদেশে ৫৩ লাখ ৬৬ হাজার নতুন ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে। হালনাগাদ হওয়া ভোটার তালিকা চূড়ান্ত করার পরে বর্তমানে ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন পুরুষ ভোটার, ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন নারী এবং ৩৫৩ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটারসহ দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান সোমবার নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম এতে উপস্থিত ছিলেন।
ভোটার তালিকার নতুন খসড়ায় ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন পুরুষ এবং ৩১ লাখ ৮৫ হাজার ৮২৫ নতুন ভোটারসহ মোট ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন ভোটার যুক্ত হয়েছেন। অপরদিকে মোট ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এদিকে, এ তালিকায় ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন দ্বৈত ভোটার পাওয়া গেছে যাদেরকে এবারের তালিকা হালনাগাদ করার সময় বাদ দেয়া হবে। এই প্রথমবারের মতো নির্বাচন কমিশন (ইসি) তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটারদের তথ্য সংগ্রহ করে তা প্রকাশ করেছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান