নতুন ৬১৯৭ জন শীতজনিত রোগে আক্রান্ত

শীতজনিত বিভিন্ন রোগে গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ৬ হাজার ১৯৭ জন আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্যমতে, ১০১৩ জন রোগী শ্বাসযন্ত্রের তীব্র সমস্যার কারণে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত ২ হাজার ১২০ জন এবং জন্ডিস, চোখের সমস্যা, চর্মরোগ ও জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৬৪ জন।

গত ১ নভেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত শীতজনিত রোগের কারণে দেশজুড়ে ৫৪ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

আজকের বাজার/এমএইচ