সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বকুল তলা ব্রিজের পশ্চিম পাশে অবৈধভাবে ফুলজোর নদীপাড় কেটে ইটভাটার জন্য মাটি নিচ্ছে কতিপয় প্রভাবশালী। এতে পাড় এলাকায় ফসলি জমি ভেঙে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কতিপয় প্রভাবশালী ভেকু মেশিন দিয়ে ওই নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে। ইতোপূর্বে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও একই স্থান থেকে মাটি কেটে নেয়া হচ্ছে।
নদীর পাড়ের মাটি প্রথমে ভেকু মেশিন দিয়ে কেটে পরে ড্রাম ট্রাক দিয়ে ওই মাটি ইটভাটায় নেয়া হচ্ছে। এতে নদী পাড়ের সরিষার খেতসহ বিভিন্ন ফসলি জমি ভেঙে পড়ছে। তাদের বাধা দিয়েও ঠেকানো যাচ্ছে না। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান বলেন, কিছুদিন আগে ওই স্থানে মাটি কাটার কাজটি বন্ধ করা হয়েছিল। আবারও সেখান থেকে মাটি কাটা হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান