নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আবদুল কুদ্দুস খানকে ‘জাতীয় নদী রক্ষা কমিশনের’ চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। কমিশনের সার্বক্ষণিক সদস্য হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সঞ্জয় কুমার বণিককে।
রোববার ৩১ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
আজকের বাজার: এনএল/ এসএস/ ৩১ ডিসেম্বর ২০১৭