নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নদ-নদীর রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
তিনি বলেন, এক সময় নদী দখলকারীদের ভয়ে নদ-নদী রক্ষা আন্দোলনকারীরা পালিয়ে বেড়াত। কিন্তু এখন নদী দখলকারীরা ভয়ে পালিয়ে বেড়ায়।
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, নদী শুধু নদী নয়, সমগ্র দেশের উন্নয়নের সঙ্গে নদ-নদী জড়িত। কারণ নদী বাঁচলেই পরিবেশ বাঁচবে, দেশও বাঁচবে।
আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত “দূষণ ও দখল মুক্ত নদী প্রবাহ’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী ।
বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে দেশের নদনদীর প্রকৃত সংখ্যা বিষয়ক প্রবন্ধ বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী এবং নদী ভাঙ্গন প্রতিরোধ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নদী ও পানি বিষয়ক প্রকৌশলী মো. লুৎফর রহমান।
মাহবুব সিদ্দিকী বলেন, নদী আমাদের অস্তিত্ব তাকে যেকোন মূল্যে রক্ষা করতে হবে। নদীর পাড়ের মানুষদের সাথে নদী বিশেষজ্ঞদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং নদী রক্ষায় তাদের মতামত নিতে হবে। নদী দূষণকারীদেরও তালিকা প্রস্তুত করতে হবে।
প্রবন্ধের উপর আলোচনায় রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন বলেন, ভাঙ্গন রোধের প্রথাগত পদ্ধতির সাথে প্রবন্ধের মিল রয়েছে যা সত্যিই টেকসই দেশীয় প্রযুক্তি।
সেমিনারে আলোচনায় অংশ গ্রহণ করেন বুড়িগঙ্গা বাচাঁও আন্দোলনের আহ্বায়ক মিহির বিশ্বাস, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি এডভোকেট খন্দকার আমিনুল হক টুটুল, একরাম এলাহী খান সাজ, ড. মো. মহসীন আলী মন্ডল প্রিন্স সূত্র -বাসস
আজকের বাজার/এ.এ