ননএমপিও শিক্ষকরা এবার অনশনে

এমপিওভুক্তির দাবিতে টানা ৫ দিন অবস্থান কর্মসূচি পালন শেষে এবার অনশন কর্মসূচি শুরু করেছে ননএমপিওভুক্ত শিক্ষকরা। রোববার ৩১ ডিসেম্বর সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা এ অনশন কর্মসূচি শুরু করে।

গত ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে সারা দেশ থেকে আসা ননএমপিও শিক্ষকরা। এ কর্মসূচির মাধ্যমে তারা এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছে।

রোববার থেকে শুরু হওয়া অনশন কর্মসূচির এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশবাসীর জন্য বিশেষ মোনাজান করেন শিক্ষকরা। মোনাজাত পরিচালনা করেন রাজশাহীর বাগমারা উপজেলার মানিগ্রাম দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা তহুরুল ইসলাম। মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করাসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়।

শিক্ষকরা বলেন, এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোন কিছুই আমরা পাইনি। তাই আজ থেকে অনশন কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।

আজকের বাজার : আরএম/এসএস/এলকে ৩১ ডিসেম্বর ২০১৭