ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকালে শহরের চাকলাপাড়ায় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে সকালে মহিষাকুণ্ডু সেতু এলাকা থেকে অভিযান শুরু হয়। এ সময় গুড়িয়ে দেয়া হয় নদী পাড়ে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা। এর আগে মহিষাকুণ্ডু সেতু থেকে পবহাটি সেতু এলাকা পর্যন্ত ৭৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে সেগুলো সরিয়ে নিতে নোটিশ দেয় পানি উন্নয়ন বোর্ড। কিন্তু অনেকে স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেয়ায় বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।
জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ‘নদীর জরিপ কাজ সম্পন্ন করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের তালিকা প্রণয়ন করে তাদের অবৈধ স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিতে নোটিশ দেয়া হয়েছিল। অনেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন। যারা স্থাপনা সরাননি সেগুলো উচ্ছেদ শুরু হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।’সূত্র:ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান