বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই ভেঙে যাবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে তিনি নবগঠিত যুক্তফ্রন্টকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান করেছেন।
বুধবার (২৯ আগস্ট) রাজধানীতে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি যুক্তফ্রন্টকে এ আহ্বান জানান।
দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলনের দরকার হবে না। দেশে ফ্রি, ফেয়ার ও নিউট্রাল ইলেকশন হবে। প্রস্তুতি নিন।
জাতীয় নির্বাচনের আগে ফৌজদারী মামলার আসামিদের গ্রেফতার করা হবে এমন ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আইনের চোখে যারা অপরাধী তাদের নির্বাচনের আগে গ্রেফতার না করার কোনো কারণ নেই।
আজকের বাজার/এমএইচ