বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদ সদস্যরা।
পহেলা নববর্ষ শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে আওয়ামী লী সভাপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষে আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, বাঙালি জাতির কাছে বাংলা নববর্ষ নতুন বার্তা নিয়ে আসে। নববর্ষের নতুন বারতা বাঙালি জাতির জীবনে প্রতিটি ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাঙালি জাতির ঐক্যবদ্ধ উৎসব হচ্ছে বাংলা নববর্ষ বরণ।