শ্রীলংকায় নববর্ষে সড়ক দুর্ঘটনায় ৩৯ জন নিহত হয়েছে। দেশটিতে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল নববর্ষ পালিত হয়।
পুলিশের মুখপাত্র রোহান গুনাসিকারা এ কথা জানান। খবর সিনহুয়া’র।
তিনি আরো বলেন, বেশিরভাগ দুর্ঘটনার কারণ মদ্যপ অবস্থায় এবং দ্রুত গতিতে গাড়ি চালানো। আইন লংঘন করায় সারাদেশে ৫শ’ ১৫ জনেরও বেশি গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
নববর্ষ উপলক্ষে গত ১২ এপ্রিল থেকে দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। বাসস
আজকের বাজার/ এমএইচ