বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
নবম ওয়েজ বোর্ড গঠন কেন অবৈধ নয়: হাইকোর্ট
প্রকাশিত - জুলাই ২, ২০১৮ ২:০১ পিএম
সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তথ্য সচিব কর্তৃক গঠিত নবম ওয়েজ বোর্ড গঠন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে তথ্য সচিব, শ্রম সচিব ও ওয়েজ বোর্ডের চেয়ারম্যান নিজামুল হক নাসিমকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করেন আদালত। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী।
আবেদনে বলা হয়, তথ্য মন্ত্রণালয় অবৈধভাবে নবম ওয়েজ বোর্ড গঠন করেছে। এটা গঠনের দায়িত্ব শ্রম মন্ত্রণালয়ের।
রুল জারির বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।
আজকের বাজার/এমএইচ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.