নড়াইলে আমন ধান কাটা শুরু হয়ে গেলেও পোকার আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগে ফলনে বিপর্যয় হওয়ায় হাসি নেই চাষীদের মুখে। বিভিন্ন এলাকায় বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকার আক্রমণে ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এছাড়া কিছু কিছু এলাকায় দু’দফা প্রাকৃতিক দুর্যোগে ফলন বিপর্যয় ঘটছেও বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নড়াইল জেলা কৃষি বিভাগের তথ্য মতে, ধান উৎপাদনে নড়াইলে এ বছর আমন মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৮৯৫ হেক্টর। সেখানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৫ হাজার ২৮৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। ইতোমধ্যে চাষীরা জমির ধান কাটা শুরুও করেছেন।
অক্টোবর মাসের প্রথম দিকে নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর, হবখালী, বিছালী ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম, নলদী, কাশিপুর, লাহুড়িয়া, শালনগর ইউনিয়নসহ বিভিন্ন বিলে বাদামী গাছ ফড়িং পোকার আক্রমণে নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়া ধানে চাল হওয়ার মুহূর্তে দুই দফা প্রাকৃতিক দুর্যোগের কারণেও ফলনে বিপর্যয় ঘটেছে। সব মিলিয়ে হতাশায় রয়েছে এসব এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা। উৎপাদন কমে যাওয়ায় এলাকার কৃষকদের নবান্নের উৎসব যেন ম্লান হয়ে গেছে। ধান চাষে যে খরচ হয়েছে তা উঠবে কিনা কৃষকদের মাঝে এ নিয়ে সংশয় রয়েছে।
এছাড়া গত ১৮ অক্টোবর থেকে ৩দিনের অবিরাম বর্ষণসহ বাতাসে প্রায় ২ হাজার হেক্টর জমির রোপা ধান, শাক সবজি ও মসলা জাতীয় শস্যের ক্ষতি হয়েছে।
লোহাগড় উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের কৃষক আক্তার শেখ জানান, ধানে চাউল আসার আগেই কারেন্ট পোকার আক্রমণ শুরু হয়। তখন ওষুধ ছিটিয়েও কোনো লাভ হয়নি। এরপর কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ধানের গাছ মাটিতে পড়ে যায়। এতে ধানে চিটের পরিমাণ অনেক বেশি। যে পরিমাণ ধান হওয়ার কথা ছিল তার অর্ধেক ধানও ঘরে উঠতে পারে।
নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের কৃষক নূর মিয়া জানান, তাদের এলাকায় এ বছর কারেন্ট পোকার আক্রমণ খুব বেশি ছিল। যার কারণে ধানের ফলন ভালো হয়নি। এবার ধান লাগানো থেকে কেটে ঘরে তুলতে যে খরচ হচ্ছে, সেই টাকাই উঠবে কিনা সন্দেহ রয়েছে। ধান কেটে জমিতে রবিশস্য বুনে খরচ পোষানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সদর উপজেলার জঙ্গলগ্রামের কৃষক সৈয়দ তফসির উদ্দিন জানান, নতুন ধান কেটে বাজারে বিক্রি করেছেন। নতুন ধান প্রতিমন ৮০০/৯০০ টাকা দরে বিক্রি হয়েছে। পুরনো ধান বিক্রি হচ্ছে প্রতিমন এক হাজার ১০০ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ চিন্ময় রায় জানান, চালের দাম ভালো হওয়ায় কৃষকরা আমন আবাদে ঝুঁকে পড়েছেন। কারেন্ট পোকার আক্রমণে কৃষকরা একটু ক্ষতিগ্রস্ত হলেও আগামীতে সমন্বিতভাবে কারেন্ট পোকা দমনের মাধ্যমে কৃষকরা লাভবান হবে বলে আশাবাদী।
আজকের বাজার:এলকে/এলকে ১৮ নভেম্বর ২০১৭