নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাসস’কে এ তথ্য জানান।
তিনি বলেন, সিটিটিসি’র অভিযানে নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানান নি তিনি।
এ বিষয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।