দেশে বন্যার ফলে সৃষ্ট খাদ্য সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির প্রক্রিয়া সম্পন্ন করেছে।
আমদানির প্রক্রিয়াধীন চালের মধ্যে সরকারের হাতে এসে পৌঁছেছে দুই লাখ মেট্রিকটন চাল। এছাড়া আরও দেড় লাখ মেট্রিকটন চাল জাহাজ থেকে খালাসের অপেক্ষায় আছে।
আগামী ১২ নভেম্বরের মধ্যে বাকি সাড়ে ৫ মেট্রিকটন চাল বাংলাদেশে পৌঁছাবে। ২০ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে খাদ্য সচিব মোহাম্মাদ কায়কোবাদ হোসাইন সাংবাদিকদের এসব তথ্য জানান।
এদিন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৫০ হাজার মেট্রিকটন নন-বাসমতি চাল আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ২০১৭-১৮ অর্থবছরের প্যাকেজ-৪ এর আওতায় সরকার এ চাল আমদানি করবে।
থ্যাইল্যান্ডের মেসার্স সিয়া ট্রেডিং কোম্পানিকে নন-বাসমতি চাল সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে। এ চালের প্রতি মেট্রিকটনের দাম পড়বে ৪৩৮ মার্কিন ডলার। আরও আনুষাঙ্গিক খরচসহ বাংলাদেশি মুদ্রায় মোট ১৮১ কোটি ৭১ লাখ টাকা খরচ হবে।
আগামী ৪০ দিনের মধ্যেই এ চাল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন খাদ্য সচিব।
আজকের বাজার : এমএম / ২০ সেপ্টেম্বর ২০১৭