করোনা সংক্রমণ ঠেকাতে ভ্রমণের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিরা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার এক বিবৃবিতে হোয়াইট হাউজ বলেছে, নভেম্বর থেকে চীন, ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রায় সব দেশ মিলে ৩৩টি দেশের করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকাপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।
হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিদেশিদের বাধ্যতামূলকভাবে শুধু করোনা পরীক্ষা করাতে হলেও কোয়ারেন্টিন পালনের বাধ্যবাধকতা থাকছে না। ভ্রমণের আগের তিনদিনের মধ্যেকার করানো নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। গত বছর মার্চে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেদ্ধাজ্ঞা আরোপ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্য-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান