আজকেরবাজার ডেস্ক : আমানতকারীর মৃত্যুর পর, তার মনোনীত নমিনিকে অর্থ পরিশোধ নিশ্চিত করবার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নমিনিকে অর্থ পরিশোধে কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পক্ষ থেকে বুধবার,এ নির্দেশনা জারি করে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ‘সম্প্রতি এ মর্মে অভিযোগ উত্থাপিত হয়েছে যে, কিছু কিছু তফসিলি ব্যাংক আমানতকারীদের মনোনীত নমিনি বা নমিনিগণের নিকট হতে এ মর্মে অঙ্গীকার করছে যে, আমানতকারী/আমানতকারীগণের মৃত্যুর পর, তাদের মনোনীত নমিনি বা নমিনিগণ মৃত ব্যক্তির হিসাবে রক্ষিত আমানত প্রাপ্তির যোগ্য/উপযুক্ত প্রাপক হিসেবে বিবেচিত নাও হতে পারেন, যা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) ১০৩ ধারায় বর্ণিত নির্দেশনার পরিপন্থী।’
এতে আরে বলা হয়েছে, ‘বর্ণিত প্রেক্ষিতে, আমানতকারী/আমানতকারীগণের মৃত্যুর পর তাদের ব্যাংক একাউন্টে রক্ষিত আমানত অর্থ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ১০৩ অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
আজকেরবাজার:এলকে/এলকে/২০ এপ্রিল,২০১৭