বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবারের সহিংসতার ঘটনায় ইলেক্টনিক ও প্রিন্ট মিডিয়া থেকে সংগৃহীত ছবি ও ভিডিও ফুটেজসহ পুলিশ প্রতিবেদন রবিবার সন্ধ্যায় হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভিডিও ফুটেজ ও ছবিসহ প্রতিবেদন পাঠিয়েছে।
এর আগে ইসি এ ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি দিয়েছিল। সেই সাথে ঘটনার সাথে জড়িত অভিযোগে যাতে নির্দোষ ব্যক্তিদের হয়রানি বা গ্রেপ্তার করা না হয় সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয় চিঠিতে। জবাবে ডিএমপি ছবি ও ভিডিও ফুটেজসহ সিলগালা খামে প্রতিবেদন পাঠিয়েছে বলে ইসি কর্মকর্তা জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বিএনপির দলীয় মনোনয়নপত্র বিক্রির তৃতীয় দিন বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ২৩ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হন।
সংঘর্ষকালে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে এবং নেতাকর্মীদের লাঠিপেটা করে। অন্যদিকে পুলিশের দুটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়।
এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। সংঘর্ষ চলাকালে ও পরে গ্রেপ্তার হওয়া কমপক্ষে ৬৫ জনকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ডিএমপির গোয়েন্দা শাখা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তার করে।
আজকের বাজার/এমএইচ