কাজী আসমা আজমারি, যিনি মাত্র নয় বছরে ১০০ দেশ ভ্রমণ করেছেন। তিনি বলেন, ‘বাঙালি মেয়েরা সবসময় শাড়ি বা অলঙ্কার কিনতে পছন্দ করে, কিন্তু আমি সবসময় টিকিট কিনতে পছন্দ করি।’
তিনি আরও বলেন, ‘আমি আমার অলঙ্কার বিক্রি করে ভ্রমণের যাত্রা শুরু করি। কারণ অলঙ্কার পরায় আমার কোনো লাভ হবে না। আমি মনে করি ভ্রমণ একটি বিনিয়োগ এবং জ্ঞান লাভ হয়। যার মাধ্যমে আপনি সবকিছু শিখতে পারেন। যা আপনি পড়ার চেয়ে ভ্রমণ করে আরও বেশি শিখতে পারেন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের উন্নত গবেষণা কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শ্রোতাদের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে কাজী আসমা আজমারি বলেন, ‘শুধু বাংলাদেশি হওয়ার জন্য এবং বাংলাদেশি পাসপোর্ট বহন করার জন্য ভ্রমণের সময় বিভিন্ন জায়গায় অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল এবং অবহেলার মুখোমুখি হয়েছি। ইউরোপীয় বা অন্যান্য উন্নত দেশের মানুষ আমাদের চেয়ে অর্ধেক টাকা খরচ করে বিশ্বের সর্বত্র বেশি আতিথেয়তা পেয়ে থাকেন।
তিনি বলেন, ‘আমি সর্বদা বাংলাদেশি পাসপোর্ট বহন করি যাতে মানুষ আমাকে এবং আমার দেশ জানতে পারে এবং আমি এটা করতে পেরে গর্ব বোধ করি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি (ডিউআরএস) সেমিনারের আয়োজন করে। ডিআরএসের সভাপতি সাইফুল্লাহ সাদেকের সভাপতিত্বে সেমিনারে সামাজি বিজ্ঞানে উন্নত গবেষণা কেন্দ্রের সিনিয়র গবেষক কাজী সামিও সিস, বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. আনিসুজ্জামান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন বক্তব্য রাখেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ