নরসিংদীতে নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে জেলায় আক্রান্তের মোট সংখ্যা এখন ১৩৪ জন।
সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য জানিয়েছেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। এখন মোট মৃত্যুর সংখ্যা ১০১ হয়েছে। সেই সাথে, এক দিনের ব্যবধানে এখন পর্যন্ত রেকর্ড ৪৯২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৯৮৪ জনে।