গণধর্ষণের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, দুই বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে আশিক শেখ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে জয়পুরহাটের গণধর্ষণের শিকার ওই নারীর। প্রেমিককে বিয়ে করার উদ্দেশ্যে শুক্রবার রাতে নরসিংদীতে আসলে ওই নারীকে তুলে নিয়ে গিয়ে মহাসড়কের পাশে পৌর শিশু পার্কে তিনজন গণধর্ষণ করে। পরে সেখান থেকে একটি প্রাইভেটকারে থাকা আরও তিন যুবকের হাতে তুলে দেয়া হয়। ওই তিন যুবক শিবপুরের একটি পরিত্যক্ত মিলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
পরে ধর্ষকরা প্রেমিক আশিকের হাতে ধর্ষিতা নারীকে তুলে দিলে তারা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ আটজনকে গ্রেপ্তার করে।
আজকের বাজার/আরজেড