নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নরসিংদীতে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার সকালে সদর উপজেলার শীলমান্দী এলাকা এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানায়, হাবিবুর রহমান শনিবার বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি।

পরে সকালে, শীলমান্দী এলাকার বৈশাখী মিলের পাশে হাবিবুর রহমানের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ

আজকের বাজার/আরজেড