নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় স্থানীয় একটি বাজারে ও আশপাশের ৮টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার ( ১ জুন) সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
সংর্ঘষে আহতরা হলেন, আলাল উদ্দিন, জুয়েল মিয়া, মনসুর মিয়া, নান্নু মিয়া, রহিম বাদশা, শহিদুল্লাহ মিয়া, করিম মিয়া, গুলজার হোসেন ও ইমান আলীসহ ২০ জন।
করিমপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই আলমগীর হোসেন বলেন, মূলত আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শাহজাহান ও কামাল মেম্বার পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষটি হয়েছে।
তিনি বলেন, সংঘর্ষে উভয়পক্ষের ১৪/১৫ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।