নরসিংদীতে পণ্যবাহী ট্রাকের চাপায় কামাল (৫৬) নামের এক পত্রিকা হকারের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ মে) সকাল সাড়ে ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কামাল মিয়ার বাড়ী নরসিংদীর পলাশ উপজেলার তারগাঁও গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কামাল মিয়া নরসিংদী ভেলানগর থেকে সংবাদপত্র সংগ্রহ করে পলাশ উপজেলার পারুলিয়া এলাকায় তা বিক্রি করতেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালে সাইকেলে পত্রিকা নিয়ে পারুলিয়া যাওয়ার পথে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খরর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আরএম/