জেলার সদর উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরাথপুর এমএম পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন- পিকআপচালক আমির হোসেন (৩৫)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, পিকআপটি নরসিংদী থেকে ঢাকায় যাচ্ছিল।
বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভগিরাথপুর এমএম পেট্রলপাম্পের সামনে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।