নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোমরাজ বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমরাজ বেগম জেলা শহরের বিলাসদী এলাকার আবদুল মালেক মিয়ার স্ত্রী । তিনি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ঝাড়ুদারের কাজ করতেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে নিহত মোমরাজ বেগম জেলা প্রশাসকের কার্যালয় থেকে নরসিংদী চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সামনের সড়ক দিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
জিরো পয়েন্ট এলাকায় রেল লাইন পাড় হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি।এ অবস্থায় তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির কর্মরত পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আজকের বাজার/এসএম