নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলায় নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।এছাড়া ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর।
রবিবার দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসূলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সন্ধ্যায় রসূলপুর বাজারে এক ক্রেতার সাথে রুটি বিক্রি করা নিয়ে দুই ব্যবসায়ীর ঝগড়া হয়। এরই প্রেক্ষিতে জাহাঙ্গীর ও মমিন নামে দুইটি ভাগে বিভক্ত হয় তারা।
রবিবার সকালে মমিনের দলের সদস্যরা এলাকার মানুষ ছাড়াও বাইরে থেকে লোক নিয়ে জড়ো হতে থাকে। দুপুরের দিকে মমিনের দলেল লোকেরা জাহাঙ্গীরের পক্ষের লোকদের বাড়িঘরে হামলা চালায়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতিতেই মমিন মিয়ার লোকজন হামলা চালালে ২ নারীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
আজকের বাজার/আরজেড