জেলার হাড়িধোয়া নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফেরাতে জেলা প্রশাসন কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেছে।
শনিবার সকালে ভেলানগর ব্রিজ ও কারারচর এলাকায় ৬’শ শ্রমিক এই কার্যক্রমে অংশ নেয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, হাড়িধোয়া নদীর ৩৭ কিলোমিটার অংশ ব্যাপক দূষণের কবলে। নদীর পানি দৃশ্যমান নয় এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। তিনি বলেন, ঐতিহ্যবাহী এ নদীকে দূষণমুক্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দুই ভাগে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। পানির প্রবাহ বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে নদী তীরের বর্জ্য অপসারণ কর্মসূচিও সম্পন্ন হয়েছে।
কচুরিপানা অপসারণ কার্যক্রম উদ্বোধনীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) গবেষণায় দেখা গেছে, দেশের সবচেয়ে দূষিত ৩ নদীর মধ্যে হাড়িধোয়া অন্যতম। জেলা প্রশাসনের এই উদ্যোগ নদীটির দূষণ রোধ ও পরিবেশ পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। (বাসস)