নরসিংদীতে নিখোঁজের একদিন পর এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম বিবুর রহমান (৩০)। তিনি সদরের পাঁচদোনা ইউনিয়নের চর মাধবদী মূলপাড়া গ্রামের ওসমান গণির ছেলে।
রোববার সকালে সদর উপজেলার দক্ষিণ শীলমান্দী নতুন সেতুর পশ্চিম পাশে একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিবুরের বড় ভাই ফারুক মিয়া বলেন, প্রতিদিন দুপুরে তার ভাই বাড়িতে খাবার খেতে আসে। কিন্তু শনিবার দুপুরে সে বাড়িতে না আসায় তার মোবাইলে কয়েকবার ফোন করেন তিনি। এরপর দীর্ঘক্ষণ তাকে মোবাইলে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখঁজি করা হলেও তার কোনো হদিস পাওয়া যায়নি। সকালে স্থানীয় একটি পরিত্যক্ত জমিতে তার ভাইয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাদের খবর দেয়। পরে তারা গিয়ে লাশ শনাক্ত করেন।
নরসিংদী সদর থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ঘটনাস্থলে বিবুর অটোরিকশাটি পাওয়া যায়নি। দুর্বৃত্তরা তাকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নরসিংদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ