নরসিংদীতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে বই উৎসব

জেলা সদরে আজ প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু শিক্ষার্থীদের নিয়ে বই উৎসব পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু শিক্ষার্থীর মধ্যে পাঠ্য বই বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমীররুল হক শামীম।

প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুৃমন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার।

বই বিতরণকালে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী-সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। (বাসস)