মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নিহত ৩

নরসিংদীর চরাঞ্চলের মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে ২ নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (১২ জুন) বিকাল ৩টার দিকে চরাঞ্চল করিমপুরের মেঘনা নদীর মোহনায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলোকবালী গ্রামের ফরিদা ইয়াসমিন (৫০), একই গ্রামের রেহেনা বেগম (৪০) ও সেলিম মিয়া। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে নরসিংদীর বিপিন সাহার ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা (ট্রলার) সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী যাচ্ছিল।

এ সময় করিমপুরের কাছাকাছি পৌঁছলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। পরে করিমপুর মোহনায় পৌঁছলে বজ্রপাতে ওই হতাহতের ঘটনা ঘটে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) শামীম আহমেদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাজার/একেএ