নরসিংদীর শিবপুর উপজেলায় মাহমুদুল হাসান সৈকত (৩৩) নামে এক যুবলীগ নেতাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার, ২৭ মার্চ সকালে উপজেলার ঢাকা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে দক্ষিণ পুরানদিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সৈকত সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পেশায় ঝুট ব্যবসায়ী। তিনি দক্ষিণ শীলমান্দি এলাকার রুস্তম আলীর ছেলে।
শিবপুর থানা ওসি আবুল কালাম আযাদ জানান, সোমবার দুপুরের পর মাহমুদুল হাসান সৈকত বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, সেটিও বন্ধ পাওয়া যায়।
মঙ্গলবার সকালে সড়কের পাশে হাত বাঁধা অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করে। সুরতহাল তৈরি করার সময় নিহতের পরিচয়পত্র পাওয়া যায়। পরে পরিবারের লোকজন লাশের পরিচয় শনাক্ত করেন।
ধারণা করা হচ্ছে, গত রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে সড়কের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরএম/