নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া মধ্যপাড়া গ্রামে আফিয়া আক্তার (১৬) নামে এক মাদরাসাছাত্রী মঙ্গলবার গভীর রাতে রহস্যজনকভাবে খুন হয়েছেন।পুলিশ জানায়, ঘটনার দিন রাতে আফিয়া আক্তার অন্যান্যদিনের মতোই খাওয়া দাওয়া শেষ করে তার তিন বোনের সাথে একই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে নিহতের অভিভাবকরা চিৎকার করে আফিয়াকে কে বা কারা খুন করেছে বলে অভিযোগ করেন।
পরিবারের দাবি, ঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা আফিয়াকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মাথা থেতলিয়ে হত্যা করে পালিয়ে যায়।তবে, আফিয়ার প্রেমের ঘটনা নিয়ে তার পরিবারের সদস্যরাই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ঘটনা তদন্ত না করা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। নিহত আফিয়া আক্তার গজারিয়া দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় পলাশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান