শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- আকিব হোসেন (২৭), জান্নাতুল ফেরদৌস (২৫), সাদিয়া আক্তার (২৪) এবং প্রাইভেট কারের চালক ইমরান (৩২)। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ক্যাম্পের সার্জেন্ট জাকরুল কবির জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শিবপুরের কারারচর মদিনা জুট মিলের সামনে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সঙ্গে সিলেটগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় আকিব হোসেন ও সজল মিয়াকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আকিবের মৃত্যু হয়।
গুরুতর আহত সজল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।