নরসিংদীতে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিক নিহত

নরসিংদী শহরের ভেলানগরের ব্যাংক কলোনি এলাকায় সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে ৩ জন শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৬ আগস্ট) দুপুরে ওই এলাকার নির্মাণাধীন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, রমিজ উদ্দিন (২৬), সিরাজুল ইসলাম (৩২), রাকিব (২২)। বিষক্রিয়ায় আক্রান্ত অপর অসুস্থ শ্রমিক কামাল উদ্দিনকে (৪০) নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের বাড়ির ঠিকানা পাওয়া যায়নি।

জানা যায়, নির্মাণাধীন বাড়ির মাটির নিচে সেপটিক ট্যাংকের ভেতরে ঢালাই কাজে ব্যবহৃত কাঠ খুলে আনতে গিয়ে প্রথমে একজন শ্রমিক ঢুকেন।এরপর তার কোন সাড়া শব্দ না পেয়ে দ্বিতীয় জন প্রবেশ করেন। তারও কোন শব্দ না পেয়ে তৃতীয় জন তাদের উদ্ধারে গিয়ে ফিরে না আসায় ৪র্থ শ্রমিক কামাল উদ্দিন ট্যাংকের ভেতর প্রবেশ করেন। কিন্তু বিষাক্ত গ্যাসের বিষক্রিয়া সহ্য করতে না পেরে তিনি দ্রুত বেরিয়ে আসেন।

বেরিয়ে আসার পর তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে মৃতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

নরসিংদী জেলা হাসপাতালের আরএমও ডা. এনএম মিজানুর রহমান জানান, তিনজন শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তারা বিষক্রিয়ায় মারা যান। আহত কামাল উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন।

আজকের বাজার/একেএ