নরসিংদীর শিবপুর,মনোহরদী,বেলাব ও রায়পুরা উপজেলা পরিষদের নির্বাচন (২৪) মার্চ রবিবার অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় হয়েছে। বেসরকারি ফলাফলে বেলাবতে নৌকা প্রতীকে ৪৪ হাজার ৫ শত ১৬ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী সমশের জামান লিটন বিজয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) আনারস প্রতীকের আমানুল্লা পেয়েছে ১৮ হাজার ৬২৯ ভোট।
শিবপুর নৌকা প্রতীকে হারুনুর রশীদ খাঁন ৫১ হাজার ১ শত ৮৭ ভোট পেয়ে বিজয় হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) আরিফুল ইসলাম মৃধা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৯০ ভোট।
মনোহরদী সাইফুল ইসলাম খাঁন বীরু নৌকা প্রতীকে ৩৩ হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) হাবিবুর রহমান রঙ্গু টেলিফোন প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৫৫৬ ভোট।
রায়পুরায় (স্বতন্ত্র) প্রার্থী আব্দুস সাদেক আনারস প্রতীকে ৬০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মিজানুর রহমান নৌকা প্রতীকে ৫৫ হাজার ৩৩৭ ভোট পেয়েছেন।
মাহাবুবুর রহমান, নরসিংদী