নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করতে ১২ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম এমপি।
সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার সাইফুল্লাহ আল-মামুন। এছাড়াও জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের তত্বাবধানে ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় আধুনিক সেবার মান সমৃদ্ধ ১২ তলার ভবনটিতে প্রথম ধাপে ৩৫ কোটি টাকা ব্যায়ে ৭ তলা পর্যন্ত নির্মান করা হবে। নির্মাতা প্রতিষ্ঠানকে ভবনটি নির্মানে ৩০মাস সময় বেধে দেয়া হয়েছে। ভবনটি নির্মানের ফলে জেলার স্বাস্থ্য সেবায় ব্যাপন উন্নয়ন ও পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আজকের বাজার/এমএইচ