নরসিংদী প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি ও আরটিভি এবং মানবজমিনের স্টাফ রিপোর্টার মোর্শেদ শাহরিয়ার উপর সন্ত্রাসী হামলা হয়েছে। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
সোমবার (১ অক্টোবর) দুপুরে নরসিংদী চিনিশপুর ইউসিভি ব্যাংকের নিচে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নরসিংদীর চিনিশপুর ইউসিভি ব্যাংকের শাখায় ব্যাংকির কাজক্রম শেষে করে বাসায় ফেরার পথে ব্যাংকের নিচে স্থানীয় সন্ত্রাসী মাজহারুল পারভেজ মন্টি ও তার বাহীনি আগ্নেঅস্ত্র শটগান নিয়ে অর্তরকৃত হামলা চালায়। র্মোশেদ শাহরিয়ার কে টেনে হেচড়ে জামাকাপড় ছেড়ে এলোপাথারি পেটাতে থাকে। তার চিৎকার শুনে ডেইলি বাংলাদেশ টুডের নরসিংদী প্রতিনিধি সেলিম মিয়া এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও এলোপাথারি পেটাতে থাকে। মোর্শেদের মাথায় অস্ত্রের বাট দিয়ে আঘাত করে।
এদিকে খবর পেয়ে নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শাহারিয়ার আলম ঘটনা স্থল থেকে গুরুতর আহত অবস্থা মোর্শেদ কে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপালের কর্তব্যরত ডাক্তার অবস্থা গুরুতর দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, আমি ঘটনা শুনেই আহত সাংবাদিক মোর্শেদ কে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাই।
যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওয়তায় আনা হবে বলে জানাও ওসি।
আজকের বাজার/এমএইচ