নরসিংদী জেলা হাসপাতালের একটি পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল চত্বরে মেডিকেল অ্যাসোসিয়েশনের পাশে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন
জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে নরসিংদী এক’শ শয্যা জেলা হাসপাতালের উচ্ছিষ্ট মালামাল ধ্বংস করার জন্য মেডিকেল এসোসিয়েসনের পাশে একটি পরিত্যক্ত গোডাউনে সামনের খালি জায়গায় পোড়ানো হচ্ছিল।
এরমধ্যে আগুনের স্ফুলিঙ্গ পরিত্যক্ত গোডাউনে ভেতরে চলে যায়। পরে সেখানে থাকা পুরনো বেড ও অন্য জিনিসের মধ্যে আগুন লেগে যায়।
মূহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান