আজ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন, তার জীবনের সেই নারীর কথা, যাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি। তার জীবনের সেই অনুপ্রেরণার নাম কুঁয়ার বাঈ, বয়স ১০৬ বছর।
এই সময় এক প্রতিবেদনে জানায়, কুঁয়ার বাঈ হলেন ছত্তীসগড়ের এক নারী, যিনি ছাগল বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু গ্রামে শৌচাগার তৈরির জন্যে সেই ছাগল তিনি বিক্রি করে এক অন্যন নজির গড়েন।
তার এই কর্মকাণ্ডই তাকে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা তৈরি করেছেন। যে গ্রামের বাসিন্দা কুঁয়ার, সেখানে প্রথম শৌচাগার তৈরি করা হয় মাত্র পনেরো দিনে, ২২ হাজার টাকার বিনিময়।
স্বচ্ছ ভারত অভিযানে ওই মহিলার অবদান ভোলার নয় বলে মন্তব্য করেন মোদী। তবে এই বছরের শুরুতে তার মৃত্যু হয়। যদিও তিনি তার কাজের জন্য এখন জীবিত আছেন প্রধানমন্ত্রীর হৃদয়ে!
তবে শুধু নিজের অনুপ্রেরণা নয়, প্রত্যেক দেশবাসীকে তাদের জীবনের সেই নারীকে নিয়ে কয়েক লাইন লেখার আবেদন করেছেন মোদী, যারা তাদের জীবনের অনুপ্রেরণা।
I will always cherish the time when I had the opportunity to seek Kunwar Bai’s blessings during one of my visits to Chhattisgarh. Kunwar Bai lives on in the hearts and minds of all those who are passionate towards fulfilling Bapu’s dream of a clean India. #SheInspiresMe pic.twitter.com/Gdt5STszgr
— Narendra Modi (@narendramodi) March 8, 2018
আজকেরবাজার/এসকে