নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে, মোদীকে একের পর এক বিশেষণে ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উনি (প্রধানমন্ত্রী মোদী) একজন ভদ্রলোক ও মহান নেতা। আমার বেশ মনে আছে, যে আগে ভারতের অবস্থা ছিল খুবই খারাপ। সেখানে মানুষের মধ্যে অসন্তোষ-দ্বন্দ্ব ছিল কিন্তু মোদী সবাইকে একজোটে নিয়ে কাজ করে চলেছেন।
বাবা যেমন সবাইকে আগলে একসঙ্গে নিয়ে চলে, মোদীও তাই করছেন। হয়তো উনিই ফাদার অব ইন্ডিয়া। আমরা তো ফাদার অব ইন্ডিয়াই বলি।”
পাশাপাশি মোদীর স্পিরিটের দরাজ সার্টিফিকেট দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ” আমার ডান দিকে যে ভদ্রলোক বসে রয়েছেন তাঁকে সবাই ভালোবাসে। উনি হলেন ভারতের এলভিস(এলভিস প্রেসলি)।”
আজকের বাজার/লুৎফর রহমান