নাটোরের লালপুর উপজেলার নর্থবেঙ্গল সুগার মিলে দুর্ঘটনায় নিরঞ্জন কুমার সাহা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মিলের মহাব্যবস্থাপক (জিএম, প্রশাসন) আনোয়ার হোসেন জানান, রোববার রাত ১২টার দিকে ভ্যাগাস ক্যারিয়ার জ্যাম হয়ে যায়। এ সময় মিল হাউজ ফিটার শ্রমিক নিরঞ্জন সেটি পরিষ্কার করছিলেন। কিন্তু ক্যারিয়ারটি হঠাৎ করে চালু হলে তার ধাক্কায় তিনি ছিটকে পড়ে। এ সময় অন্য শ্রমিকরা দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরঞ্জনকে মৃত ঘোষণা করেন।
এ অবস্থায় যে কোনো পরিস্থিতি এড়াতে চার ঘণ্টা চিনি উৎপাদন বন্ধ রাখা হয়েছিল বলে জানান জিএম।
প্রসঙ্গত, গত ৮ নভেম্বর থেকে মিলটিতে চিনি উৎপাদন শুরু হয়।
আজকের বাজার/এমএইচ