নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বসছে প্রযুক্তি মেলা

বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে বসছে সপ্তাহব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা। ‘সাইবারনটস রিটার্নস ২০১৮’ শিরোনামে মেলাটি ১৮ মার্চ শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলবে।

উৎসবটি আয়োজক হিসেবে রয়েছে এনএসইউ কম্পিউটার ও ইঞ্জিনিয়ারিং ক্লাব। বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টিতে বসবে এই আয়োজন।

এতে জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট শোকেস থাকবে। প্রথমবারের মত এবার এই আয়োজনে জুনিয়র প্রজেক্ট শোকেসের ব্যবস্থা করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা তাদের ইলেকট্রনিক্স প্রজেক্ট প্রদর্শন করতে পারবে।

এছাড়া আয়োজনে থাকবে  লাইন ফলোয়ার রোবটিক্স প্রতিযোগিতা। এতে কালো দাগ দেয়া গতিপথ চিনতে পারবে এমন রোবট বানাতে হবে।  ব্রিজ ও তীক্ষ্ম বাঁকযুক্ত একটি গোলকধাঁধা স্বচালিত রোবট যানকে লাইনের বাইরে না গিয়ে অতিক্রম করাতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রযুক্তির এই উৎসবে প্রায় এক হাজারের মত শিক্ষর্থী অংশগ্রহণ করবে। সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোর প্রযুক্তি উৎসবে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন না। তবে রিটানর্স ২০১৮ আয়োজনে স্কুল পড়ুয়া কুড়িটির বেশি দল অংশ নেবে।

এমআর/