পুঁজিবাজারে তালিকাভুক্ত নর্দান জুট ম্যানুফ্রাকচারিং কোম্পানির সকল ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২২ জানুয়ারি হাইকোর্টের আদেশ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোম্পানির বিভিন্ন ব্যাংকের সকল অ্যাকাউন্ট স্থগিত করার নির্দেশ দিয়েছেন। ফলে কোম্পানিটি তাদের রফতানি থেকে কোনও আয় করতে পারবে না।
যার ফলে নর্দান জুট ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নর্দান জুট পর্যাপ্ত তহবিল রক্ষণাবেক্ষণ করেও শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ বিতরণ করতে পারেনি।