‘নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড’ নামে ব্যবসা পরিচালনা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ‘নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড’। আগামীকাল ১২ মার্চ (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটির নতুন এই নাম কার্যকর হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ইসলামি শরীয়াহ ভিত্তিতে বীমা ব্যবসায় করতে চায় নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। যার পরিপেক্ষিতে কোম্পানিটির পূর্ব নাম নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড পরিবর্তন করে ‘নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেনন্স লিমিটেড’ করা হয়েছে। তবে নাম পরিবর্তিত হলেও কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
আজকের বাজার/এ.এ