পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে এ তথ্য।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৪৫ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৫৩ পয়সা।
আর শেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর’ ১৭) কোম্পানির লোকসান হয়েছে ৩ টাকা ৮ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৯৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০১৭ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৬৭ টাকা ৭৪ পয়সা।