নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুলাই) দুপুরে ওই গ্রামের স্কুলপাড়ায় নিজ শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম নার্গিস আক্তার আনু (৩৮)। নার্গিস আক্তার ওই গ্রামের সোলেয়মান প্রামানিক সলের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার এবং এলাকাবাসী জানান, নিহত নার্গিস আক্তার ছোট বেলা থেকে মানসিকভাবে অসুস্থ্য ছিল। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে রাতের খাবার খেয়ে স্বামী পরিত্যাক্ত নার্গিস আক্তার দালান বাড়ির দোতালায় নিজ শয়নঘরে ঘুমিয়ে পড়ে। শনিবার সকালে নার্গিস আক্তারের শয়নঘরের দরজা অনেক বেলা পর্যন্ত বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করে।
কিন্তু তাতে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন খন্দকার জানান, নিহত নার্গিস আক্তার মানসিকভাবে অসুস্থ্য ছিল। ধারনা করা হচ্ছে মানসিক দুচিন্তায় সে আত্মহত্যা করে থাকতে পারে।
আজকের বাজার/একেএ