নাইজারের সাবেক সামরিক জান্তা প্রধান জেনারেল সালু দজিবো ২০২০ সালে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। পিচ-জাস্টিস-প্রোগ্রেস (পিজেপি) পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
নিয়ামি স্পর্টস প্যালেসে প্রায় ৫ হাজার লোকের সামনে এক অনুষ্ঠানে তিনি এই মনোনয়ন গ্রহণ করেন।
৫৫ বছর বয়সী এ সামরিক জান্তা দজিবোর নেতৃত্বে প্রেসিডেন্ট মাহামাদু তান্দজা ক্ষমতাচ্যুত হন। সংবিধানে সীমাবদ্ধ করে দেয়া সর্বোচ্চ দুই মেয়াদ শেষ হলেও তান্দজা ক্ষমতায় থাকার চেষ্টা করার পর তার বিরুদ্ধে এ সামরিক অভ্যুত্থান ঘটানো হয়।
নাইজারের বর্তমান প্রেসিডেন্ট মাহামাদু ইসুফু গঠিত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত দজিবো ক্ষমতায় ছিলেন।
২০১৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া দজিবো ইসুফুর উত্তরাধিকারী হবেন বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশের সংবিধান অনুযায়ী ইসুফু তৃতীয় মেয়াদে আর দায়িত্ব পালন করতে পারবেন না।
নাইজারের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচন এবং পার্লামেন্ট নির্বাচন ২০২০ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।